UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাঁশখালিতে বিদ্যুৎকেন্দ্রে’র শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে নিহত ৪

ঊষার আলো
এপ্রিল ১৭, ২০২১ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বেতন বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময়ে ৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন।
১৭ এপ্রিল শনিবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ঘটনায় অন্যান্য আহতদের বাঁশখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেছে, বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে ৪ জনের মৃত্যুর খবর পেয়েছেন বলেও তিনি জানিয়েছেন।

 

(ঊষার আলো- এম.এইচ)