ঊষার আলো ডেস্ক : এক মোহাম্মদ সাইফউদ্দিনই ৩.৫ ওভারে দিয়েছেন মোট ৫৩ রান। এবং পাকিস্তানের সেট ব্যাটার রিজওয়ানের ক্যাচও ছেড়েছেন।
সবমিলিয়ে লাইনলেন্থ ছাড়া বোলিং ও মিস ফিল্ডিংয়ের কারণে ১৭৪ রানের বড় এক টার্গেট দিয়েও পাকিস্তানের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ।
তারপরও ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে বাংলাদেশের বোলারদের প্রশংসা করলেন রিজওয়ান। তিনি বলেন ‘বাংলাদেশের বোলারদের প্রশংসা করতেই হয়, তারা সত্যিই ভালো বোলিং করেছে।’
রিজওয়ান আরো বলেন, ‘প্রথম ১০ ওভারে আমরা উইকেট হাতে রাখতে চেয়েছি। মোহাম্মদ নেওয়াজকেও কৃতিত্ব দিতে হবে, শেষ দিকে সে ম্যাচটা সহজ করে ফেলে। আর নেওয়াজের ইনিংসটাই ম্যাচ ঘুরিয়ে দেয়।’
যদিও রিজওয়ানের কথার সত্য নাকি কেবল সৌজন্য, আর সেই প্রশ্নের উত্তর আজকের মাঠের খেলা যারা দেখেছেন তাদের জন্য তোলা রইল।
(ঊষার আলো-এফএসপি)