UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত যাচ্ছে বাংলাদেশের একশ তরুণ-তরুণী

koushikkln
অক্টোবর ১১, ২০২২ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: বাংলাদেশ থেকে একশ তরুণ-তরুণীর একটি ডেলিগেট দল ভারতের আমন্ত্রণে ১২ অক্টোবর দিল্লি যাচ্ছে। এ উপলক্ষে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন ১০০ সদস্যের বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিমের জন্য একটি ফ্ল্যাগ-অফ্‌ অনুষ্ঠানের আয়োজন করে।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার বনানীস্থ শেরাটন হোটেলে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য জনাব ওবায়দুল কাদের। অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য এবং ভারতের ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ ডেলিগেটদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এই আয়োজনের বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও টেলিভিশন ব্যক্তিত্ব আরিফিন শুভ।

ডেলিগেটদের দলটি ২০২২ সালের ১২ অক্টোবর ভারতে আট দিনের সফরে যাবে। এই সপ্তাহব্যাপী সফরে তারা ভারতের সরকার, শিক্ষা, ব্যবসা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানের সাথে মিথষ্ক্রিয়া করবেন। ডেলিগেটরা ভারতের গুরুত্ববাহী ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলোও পরিদর্শন করবেন। এই সফরটিকে বিশেষভাবে সাজানো হয়েছে, যাতে করে ডেলিগেটরা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্যের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম ২০১২ সালে যাত্রা শুরু করে। এই বছরে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেটদের ভারত সফর আয়োজন হিসেবে ৮ম এবং ঢাকার বাইরে রাজশাহী ও চট্টগ্রামের মতো শহরে এই প্রথম ডেলিগেট বাছাইয়ের জন্য অডিশন হয়েছে। এই প্রক্রিয়াটি ব্যাপকভাবে সমাদৃত হয় এবং হাই কমিশন সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়ার সময় অংশগ্রহণকারীদের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করে উদ্বেলিত। বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনে এই বছর বিভিন্ন স্তরের পেশার অংশগ্রহণকারীদের সংমিশ্রণ রয়েছে এবং এতে সমগ্র বাংলাদেশ থেকে আসা অংশগ্রহণকারীরা অন্তর্ভুক্ত রয়েছেন। এই ডেলিগেটদের মাঝে সাংবাদিক, ক্রীড়াবিদ, চিকিৎসক, শিল্পী ও প্রকৌশলীসহ অন্যান্যরা রয়েছেন।

ঊআ-বিএস