UsharAlo logo
বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে এক সেঞ্চুরিতেই শচীনকে ছাড়িয়ে গেলেন গুরবাজ

usharalodesk
নভেম্বর ১২, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ‘অঘোষিত’ ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।

সোমবার আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে ১২০ বল মোকাবেলা করে ৫টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ১০১ রান করেন গুরবাজ।

গুরবাজের সেঞ্চুরি আর আজমতউল্লাহ ওমরজাইয়ের ৭৭ বলে ৭০ রানের অনবদ্য ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ২৪৫ রানের টার্গেট তাড়ায় ১০ বল আগেই জয় নিশ্চিত করে আফগানিস্তান। ৫ উইকেটের এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে আফগানিস্তান।

সোমবার রহমানউল্লাহ গুরবাজ ১০১ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে ছাড়িয়ে যান কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার, এই সময়ের অন্যতম সেরা দুই ক্রিকেটার বিরাট কোহলি ও বাবর আজমের মতো তারকা ক্রিকেটারকে।

ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারে গুরবাজ মাত্র ২২ বছর ৩৪৯ দিন বয়সে ৮ম সেঞ্চুরি হাঁকান। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে গুরবাজ ছাড়িয়ে যান বাবর আজম, বিরাট কোহলি ও শচীন টেন্ডুলকারের মতো তারকাকে। গুরবাজের চেয়ে কম বয়সে ওয়ানডেতে ৮টি সেঞ্চুরি করেছেন শুধু কুইন্টন ডি কক।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ৮ সেঞ্চুরির রেকর্ড কুইন্টন ডি ককের। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার ২২ বছর ৩১২ দিন বয়সে এই কীর্তি গড়েন। এরপরই ২২ বছর ৩৪৯ দিন বয়সি গুরবাজ। তৃতীয় স্থানে আছেন শচীন টেন্ডুলকার, ৮ম সেঞ্চুরি পেয়েছিলেন ২২ বছর ৩৫৭ দিন বয়সে। ২৩ বছর ২৭ দিন বয়সে ৮ম ওডিআই শতক পান বিরাট কোহলি। আর বাবর আজম এ মাইলফলক স্পর্শ করেন ২৩ বছর ২৮০ দিন বয়সে।

ক্যারিয়ারের মাত্র  ৪৬তম ওয়ানডে ম্যাচে ৮ম সেঞ্চুরি করে আফগানিস্তানের সব তারকাকে ছাড়িয়ে যান গুরবাজ।

ঊষার আলো-এসএ