UsharAlo logo
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বাংলাদেশের বিপক্ষে প্রথম বল থেকেই সতর্ক থাকব’

usharalodesk
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে আগামীকাল দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।

তিনি বলেছেন, বাংলাদেশ সম্প্রতি পাকিস্তান সফরে গিয়ে অসাধারণ ক্রিকেট খেলেছে। এজন্য তাদের অভিনন্দন। তবে এটা একটা নতুন সিরিজ। তারা দুর্দান্ত দল। আমরা দারুণ ক্রিকেট খেলতে চাই।

ভারতীয় সাবেক এই অধিনায়ক আরও বলেছেন, হ্যাঁ বাংলাদেশ দলে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজের মতো তারকা ক্রিকেটার আছে। তবে আমরা প্রথম বল থেকেই সতর্ক থাকব।

ভারতের প্রধান কোচ আরও বলেন, একটা জিনিস আমি খুব বিশ্বাস করি যে আমরা কাউকে ভয় করি না। তবে সম্মান করি। বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। প্রতিপক্ষ কারা সেটা আমরা চিন্তা করি না। কীভাবে খেলতে হবে, সেটা আমরা জানি।

ঊষার আলো-এসএ