UsharAlo logo
মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে বিনিয়োগে সৌদির আগ্রহ প্রকাশ

usharalodesk
সেপ্টেম্বর ২০, ২০২১ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে। বাংলাদেশে আরো বেশি সৌদি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সৌদির বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালিহ । সৌদি সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে বৈঠককালে তিনি এ আশা ব্যক্ত করেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ বিষয়টি নিশ্চিত করেছেন। ওই বৈঠকে সালমান এফ রহমান বিদেশি বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ উপস্থাপন করেন। পাশাপাশি সৌদি বিনিয়োগকারীদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্ধারণ করার প্রস্তাব দেন। সরকারি বেসরকারি অংশিদারীত্ব ব্যবস্থায় সৌদি বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে খসড়া সমঝোতা স্মারকটি চূড়ান্ত করার জন্য অনুরোধ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে বাংলাদেশের অবকাঠামোসহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগের সুযোগ প্রসারিত হবে।

এ সময় সৌদি বিনিয়োগ মন্ত্রী বলেন, সমঝোতা স্মারকটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তা দ্রুত স্বাক্ষর হবে। আলোচনাকালে সৌদি মন্ত্রী বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল খাত ভিত্তিক বিনিয়োগ বিষয়ে সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

(ঊষার আলো-আরএম)