UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ খুবই ভালো দল: পাপন

pial
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে শ্রীলঙ্কা দল। অথচ এই লঙ্কানরা আবার আফগানিস্তানের কাছে ৮ উইকেটে হেরে তাদের আসর শুরু করেছিল।

পরে দ্বিতীয় ম্যাচে তারা হারায় বাংলাদেশকে, এরপর আসরে আর ম্যাচ হারেনি তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের মতে, শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচটি না হারলে বাংলাদেশের সামনেও সুযোগ ছিল ফাইনালে উঠার। দুবাইয়ে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ দেখে সাংবাদিকদের সাথে কথা বলেন বিসিবি প্রধান।

সেখানে তিনি জানান, ‘ক্রিকেটে আপনাকে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আর শ্রীলঙ্কা সেটা পেরেছে। যেমন ভারত একটা ক্যাচ মিস করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। পাকিস্তান ক্যাচ মিস করেছে, আমরাও সেদিন ক্যাচ মিস করেছি। ছোট ছোট ভুলগুলো আমরা যত দিন পর্যন্ত ঠিক করতে না পারব, তত দিন পর্যন্ত এ রকমই অবস্থা থাকবে। ’

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে সেই হার কিছুতেই মানতে পারছেন না বিসিবি প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘বাংলাদেশ একটি দল ভালো। এশিয়া কাপে শ্রীলঙ্কার সাথে ওই ম্যাচটা না জেতার কোনো কারণ নেই। আমরা যদি সেই ম্যাচটা জিততাম, তবে আমাদেরও সুযোগ আসতে পারত। তবে মাঠের পারফরম্যান্স ক্রিকেটারদের ওপর নির্ভর করে, কিন্তু আমাদের দল খুবই ভালো। ’

(ঊষার আলো-এফএসপি)