UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাইডেন প্রশাসনকে হুঁশিয়ারি দিলেন কিমের বোন

usharalodesk
মার্চ ১৬, ২০২১ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গোলাবারুদের গন্ধ ছড়ানো থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনকে হুঁশিয়ারি করেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন ইয়ো জং। একই সঙ্গে তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার কঠোর সমালোচনা করেছেন।
১৫ মার্চ সোমবার কিম ইয়ো জং অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে সমুদ্রের ওপার থেকে উত্তর কোরিয়ার ভূমিতে গানপাউডারের গন্ধ ছড়াতে লড়াই করে যাচ্ছে ।
তিনি যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে বলেছেন, ‘আপনারা যদি আগামী ৪ বছর শান্তিতে থাকতে চান তবে প্রথম ধাপেই গানপাউডারের দুর্গন্ধ সৃষ্টি করা থেকে বিরত থাকেন।
দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ সামরিক মহড়াকে কিমের দেশকে আক্রমণের পূর্ব প্রস্তুতি হিসেবেই দেখছে পিয়ংইয়ং। আর এই মহড়ার পক্ষে থাকা নিজ দেশের বিরোধীদেরও হুঁশিয়ারি করেছে ইয়ো জং। তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়া সরকার আবারও একটি যুদ্ধের ও সংকটের পথ বেছে নিতে চলেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দক্ষিণ কোরিয়া যাওয়ার ১ দিন আগে কিম ইয়ো জং এই কড়া বক্তব্য দিয়েছেন।

 

(ঊষার আলো-এম.এইচ)