UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের কচুয়ায় ২জন মাদক বিক্রেতা আটক

pial
সেপ্টেম্বর ১০, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জন পেশাদার অবৈধ মাদক বিক্রেতাকে আটক করেছে।

পুলিশ জানায় গোপন খবরের ভিত্তিতে, শুক্রবার রাতে কচুয়া থানার ওসি মো: মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই সঞ্জয় মন্ডল ও এসআই আবদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মাদক বিক্রেতা মো: রাজু সেখ (২১) ও মো: সোহাগ বালী (২২) কে গ্রেফতার করে।

আটককৃত মো: রাজু সেখ কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের উত্তর মাধপকাঠি গ্রামের ইলিয়াজ সেখের ছেলে ও মো: সোহাগ বালী টেংরাখালী গ্রামের মো: মনির বালীর ছেলে। পৃথকভাবে আটক দুই মাদক বিক্রেতার কাছ থেকে ৭৫ গ্রাম গাজা উদ্ধার করা হয়। আটকের পর তাকে তল্লাশী করলে তার নিকট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । এ ঘটনায় এসআই সঞ্জয় মন্ডল ও এসআই আবদুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ সালের ৩৬(১) এর ১৯(ক) ধারায় কচুয়া থানায় পৃথক ২টি মামলা করেন।

(ঊষার আলো–এফএসপি)