UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের হাতে দু’ডাকাত গ্রেফতার

pial
এপ্রিল ৩০, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান : বাগেরহাটের মোংলা উপজেলার সিকি সোনাইলতলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে খুলনা র‌্যাবের অভিযানে দুই ডাকাত সদস্য গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মোংলা সিকি সোনাইলতলা গ্রামের মোকসেদ হাওলাদারের ছেলে লাভলু হাওলাদার (২৯) ও একই এলাকার লিয়াকত শেখের ছেলে কামাল শেখ (২৩)।

খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে শনিবার সকারে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, সদর কোম্পানি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে শুক্রবার গভীর রাতে বাগেরহাট জেলার মোংলা থানা এলাকায় কতিপয় ব্যাক্তি ডাকাতি করার জন্য সংগঠিত হয়ে গোপনে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি দ্রুত ওই এলাকায় অভিযানে গিয়ে ঝোপের ভিতর বৈঠক করা অবস্থায় দুইজন কে আটক করে।

এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৫টি ধারালো হাসুয়া, ৩টি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৪১০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে শনিবার সকালে মোংলা থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)