UsharAlo logo
সোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের মোড়েলগঞ্জে রাতের আধারে কৃষককে হত্যা চেষ্টা

pial
ডিসেম্বর ২, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট : অপরাধ কর্মকান্ডে আলোচিত বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এবার রাতে বিপুল বিশ্বাস (৫২) নামের এক কৃষককে এলোপাতাড়ী পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটেছে মোরেলগঞ্জ উপজেলার বড় হরিপুর গ্রামে নিজের জমির ক্ষেতে। গুরুতর অবস্থায় কৃষক বিপুল বিশ্বাসকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার। বিপুল বিশ্বাস বড় হরিপুর গ্রামের মৃত অতুল বিশ্বাসের ছেলে।

আহত কৃষকের কলেজ পড়ুয়া ছেলে দেবাশিষ বিশ্বাস জানান, আমার বাবা রাতে ক্ষেতে বীজতলায় ইদুর মারার ঔষধ দিতে গিয়েছিলেন। এ সময় পুর্ব-শত্রুতার জের ধরে পূর্ব থেকে ওৎপেতে থাকা একই এলাকার বিলাশ মিস্ত্রী, বিপুল মিস্ত্রী, শৈলেন মন্ডল, সুশীল সমাদ্দার, লিটন মন্ডল লাঠিসোটা নিয়ে আমার বাবার উপর হামলা করে। হামলাকারীরা লোহার রড ও লাঠিসোটা দিয়ে আমার বাবাকে এলোপাতাড়ী পিটিয়ে হত্যার চেষ্টা করে। এতে আমার বাবার বাম চোখের উপর, ডান পায়ের নলায় কেটে যাওয়াসহ গুরুত্বর আহত হন।পরবর্তীতে আমার বাবাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। বাবার অবস্থা খুবই খারাপ, কি হবে জানিনা। মোরেলগঞ্জ উপজেলার স্থানীয় হোগলাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন বলেন, মামলা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে কৃষক বিপুল বিশ্বাসের উপর এই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের শাস্তির দাবি জানাই। মোরেলগঞ্জ থানার ওসি মোঃ সাইদুর রহমান বলেন, একটি মারধরের ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঊষার আলো-এফএসপি)