UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের তরুনীকে গণধর্ষণের মূলহোতাসহ গ্রেফতার ৮

pial
মে ৯, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট : বাগেরহাটের রামপালে পরিত্যাক্ত মাদ্রাসার মাঠে নিয়ে একজন মেয়ে শ্রমিক কে গনধর্ষনের ঘটনার মুলহোতাসহ ৮ জন কে গ্রেফতার করেছে খূলনা র‌্যাব-৬ এর সদস্যরা। সোমবার সকালে রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে ৮ জন কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো ধর্ষনের মুলহোতা রামপাল উপজেলার মালিডাঙ্গা গ্রামের আবুল হোসেন জমাদ্দারের ছেলে আবুল কালাম আজাদ ওরফে শুকুর (২৪), কিসমত ঝনঝনিয়া গ্রামের আব্বাস আলী শেখের ছেলে মোঃ আসলাম শেখ (২২), ঝনঝনিয়া গ্রামের মজিবর শেখের ছেলে মোঃ জনি শেখ (১৮), একই এলাকার হযরত আলীর ছেলে মোঃ মারুফ বিল্লা(২২), মালিডাঙ্গা গ্রামের মোজাহের শেখের ছেলে মোঃ হাসান শেখ (২০), একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মোঃ রাসেল শেখ (২২), ঝনঝনিয়া গ্রামের আজিবর গাজীর ছেলে মোঃ হোসেন গাজী (১৮), ইয়াকুব আলীর ছেলে মোঃ রাজু শেখ (২৪)।

খুলনা র‌্যাব- ৬ এর মিডিয়া সেল থেকে সোমবার (৯ মে) দুপুরে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, রামপাল উপজেলার ভাগা চেয়ারম্যান বাড়ী এলাকার একজন দরিদ্র তরুনী মোংলা একটি গার্মেন্টের দোকানে শ্রমিক হিসাবে কাজ করে। প্রতিদিনের ন্যায় কাজ শেষে রবিবার রাত ৮ টার দিকে মোংলা থেকে বাড়ীর উদ্দেশ্যে এসে রামপাল ভাগা মোড়ে অবস্থান নিয়ে এখানে অপেক্ষামান হ্নদয় (২০) নামের তার বন্ধুকে সাথে নিয়ে পায়ে হেটে বাড়ীতে ফেরার পতিমধ্যে আবুল কালাম আজাদ ওরফে শুকুর ও আসলাম শেখ তাদের সহযোগিদের নিয়ে হ্নদয় কে মারপিট করে মেয়েটিকে তুলে পার্শ^বর্ত্তি পরিত্যাক্ত একটি মাদ্রাসার দেয়ালের আড়ালে নিয়ে পালক্রমে ধর্ষন করে। অনেক রাত পর্যন্ত এ ঘটনার পর বন্দু হ্নদয় কৌশলে মেয়েটির মাকে মোবাইল ফোনে ঘটনা জানালে মেয়েটির মাতা খুলনা র‌্যাব-৬ কে সাথে সাথে অবহিত করে। পরে মেয়েটি ডাক-চিৎকার দিয়ে দৌড়ে ছুটে আসে। মেয়েটির মায়ের ফোন পেয়ে র‌্যাবের একটি আভিযানিক দল ছায়া তদন্তশেষে ঘটনার সত্যতা পেয়ে সোমবার ভোরেই অভিযান চালিয়ে পর্যায়ক্রমে ৮ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তারা জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)