UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালে বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে অপর বৃদ্ধ

pial
সেপ্টেম্বর ১০, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার গিলেতলা বাজার এলাকায় প্রকাশ্য জনসম্মুখে এক বৃদ্ধের দায়ের কোপে মোহাম্মদ আলী (৬৫) নামের অপর এক বৃদ্ধ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে এ ঘটনার পর আহত মোহাম্মদ আলীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। এদিকে ঘটনার পরপরই স্থানীয় ইউপি চেয়ারম্যান হামলাকারী বৃদ্ধ আবুল হাসেম(৭০) কে আটক করে থানা পুলিশে দিয়েছে।

স্থানীয় বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল জানান শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে গিলাতলা বাজারের পাশে ব্যবসায়ী মোহাম্মদ আলীকে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করে একই এলাকার বৃদ্ধ আবুল হাসেম। খবর পেয়ে আমাদের লোকজন গিলাতলা বাজার থেকে হাসেম কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন শনিবার সকালে জানান, হাসেম নামের এক জনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। ভিকটিমের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

(ঊষার আলো-এফএসপি)