UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের শরনখোলায় ইলিশ সম্পদ উন্নয়নে জেলেদের মাঝে গরুর বকনা বাছুর বিতরন

pial
জুন ২, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান (বাগেরহাট) : বাগেরহাটের শরনখোলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে মৎস্যজীবীদের মাঝে গরুর বকনা বাছুর বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকী গরুর বকনা বাছুর বিতরণ করেন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন ছিলেন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে উপজেলার ১৫ জন জেলেকে একটি করে বকনা বাছুর প্রদান করা হয়। প্রতিটি বাছুরের মূল্য ২৫ হাজার টাকা করে নির্ধারন করা হয়েছে। শরণখোলা উপজেলা মৎস্য দপ্তর এ প্রকল্প বাস্থবায়ন করছে। প্রতি বছর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

(ঊষার আলো-এফএসপি)