UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের শরনখোলায় মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

pial
ডিসেম্বর ১৮, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে রিয়াদুল ইসলাম জিসান (১৪) নামের একজন মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে। জিসান উপজেলার মধ্য নলবুনিয়া গ্রামের দিন মজুর আব্দুল খালেক সিপাইয়ের ছেলে এবং স্থানীয় একট কওমী মাদ্রাসার ছাত্র।

আর এ ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে উপজেলার মধ্য নলবুনিয়া গ্রামে। বিলম্বে প্রাপ্ত তথ্য অনুযায়ী আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন তালুকদার বলেন, দিনমজুর খালেক সিপাইয়ের ছেলে উপজেলার জিলবুনিয়া গ্রামের একটি কওমী মাদ্রাসায় পড়াশুনা করতো। শুক্রবার বিকালে মা বাবা বাড়িতে না থাকার সুযোগে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন বলেন, সাধারন লেখাপড়ার পর মাদ্রাসায় ভর্তি করে দেয়ায় লেখাপড়ার চাপ সামলাতে না পেরে জিসান আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে।

(ঊষার আলো-এফএসপি)