UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের শরনখোলা ইউএনও’র অল্পের জন্য জীবন রক্ষা

pial
মে ২৯, ২০২২ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় শনিবার দুপুরে আকস্মিক ঝড়ে রাস্তার পাশের গাছ উপড়ে পড়েছে উপজেলা নির্বাহি অফিসারের গাড়ীর উপর। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকী।

এ ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম রাজৈর এলাকায় রাস্তার উপর। ইউএনও আহত না হলেও গাড়ীটি ক্ষতিগ্রস্থ হয়েছে। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকী জানান, শনিবার বেলা আড়াইটার দিকে তিনি রাজৈর গ্রামের একটি ঘর দেখে উপজেলা পরিষদ ক্যাম্পাসের বাসায় ফেরার সময় হটাৎ করে প্রচন্ড ঝড় ও বজ্রবৃষ্টি শুরু হয়। পশ্চিম রাজৈর কাশেমুল উলুম কওমী মাদ্রাসা এলাকা অতিক্রমকালে আকষ্মিকভাবে সড়কের পাশের একটি রেইন্ট্রি গাছ উপড়ে তার গাড়ীর উপর পরে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তড়িঘড়ি করে ইউএনও এবং তার সঙ্গীয় ষ্টাফরা গাড়ী থেকে নেমে যান।
ইউএনও বলেন, মহান আল্লাহর শুকরিয়া আজ প্রাণে বেঁচে গেছি।

এদিকে, শনিবার দুপুরে শরণখোলায় প্রচন্ড ঝড়বৃষ্টিতে গাছপালা উপড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

(ঊষার আলো-এফএসপি)