ঊষার আলো প্রতিবেদক : বাগেরহাটের রামপাল থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী পাইপগান, গোলাবারুদ ও হাসুয়াসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৬। সোমবার দিবাগত রাত পৌনে ২টায় রামপাল কৈগরদাসকাঠি গ্রামে এ অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, রামপাল কৈগরদাসকাঠি গ্রামের মৃত. মালেক শেখের ছেলে মোঃ মিকাইল শেখ(২৬) এবং একই গ্রামের মোঃ হায়দার শেখের ছেলে মোঃ বিল্লাল শেখ ওরফে বাবু(২৭)। মঙ্গলবার(১৮ মে) র্যাব-৬ সূত্র জানায়, ১৮ মে রাত পৌনে ২টায় র্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল জানতে পারে, বাগেরহাট জেলার রামপাল থানাধীন কৈগরদাসকাঠি গ্রামস্থ জনৈক নুরুল শেখের বসতবাড়ির দক্ষিণ পাশে কতিপয় ব্যক্তি অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এরপর সেখানে অভিযান পরিচালনা করে মোঃ মিকাইল শেখ ও বিল্লাল শেখ ওরফে বাবুকে আটক করা হয়। তাদের দখল থেকে ২টি দেশীয় তেরী পাইপগান, ৩ রাউন্ড তাঁজা কার্তুজ ও ২টি হাসুয়া উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রামপাল থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
(ঊষার আলো-আরএম)