UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে আবারও হরিণের মাংসসহ দুই চোরা শিকারি আটক

ঊষার আলো
এপ্রিল ২২, ২০২১ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পুর্ব-সুন্দবনের শরণখোলা উপজেলায় ১৫ কেজি হরিণের মাংসসহ দুইজন চোরা শিকারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহ্নত মটর সাইকেলটি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার(২২ এপ্রিল) ভোর রাতে শরনখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, উপজেলার বুকুলতলা গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে আলী রাজ হোসেন (২০) ও মোঃ ইসমাইল হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (২২)। শরণখোলা থানার ওসি সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের পিলের রাস্তায় আগে থেকে ওঁৎ পেতে থাকে। সেহরির আগে ওই দুই পাচারকারী বিক্রির জন্য একটি মোটরসাইকেলে করে হরিণের মাংস নিয়ে যওয়ার সময় তাদের হাতে নাতে আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করে মাংস ও মটর সাইকেল জব্দ করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)