বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের সুগন্ধি গ্রামে অভিযান চালিয়ে ৩৮০ পিচ ইয়াবাসহ দুই বিক্রেতাকে আটক করেছে র্যাব-৬ খুলনা। আটককৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রামের শওকত হাওলাদারের ছেলে বায়েজিদ হাসান (২৩) ও পার-কুরশাইল গ্রামের জিন্নাত আলী শেখ (৬৩)। এদের কে বুধবার সকালে বাগেরহাট মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-৬ সূত্র জানায়, মঙ্গলবার রাতে বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি মাদ্রাসার মাদ্রাসার পাশ থেকে দুই আসামিকে আটক করা হয়। ওই সময় তাদের নিকট থেকে ৩৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে জেলার মোড়েলগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৫৫ পিচ ইয়াবা ও গাজাসহ দুজন খুচরা মাদক বিক্রেতাকে আটক করেছে। থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান নিয়মিত অভিযানের অংশ হিসাবে এ দু’জন কে মাদকসহ আটক করা হয়।
(ঊষার আলো-আরএম)