UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে কর্মহীন পরিবহন-শ্রমিকদের খাদ্য সহায়তা

ঊষার আলো
মে ১, ২০২১ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : আন্তর্জাতিক শ্রমিক দিবসে (মে দিবস) বাগেরহাটে কর্মহীন ৩১০ জন পরিবহন-শ্রমিকদের জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (১ মে) দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক।
জেলা প্রশাসক বলেন, বাগেরহাট বাসস্ট্যান্ডে আজ ৩১০ জন বাস-শ্রমিককে খাদ্যসামগ্রী বিতরণ করা হলো। পর্যায়ক্রমে বাগেরহাটে যত কর্মহীন শ্রমিক রয়েছেন, সবার মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। করোনা পরিস্থিতিতে খাদ্যসামগ্রী পেয়ে খুশি বেকার শ্রমিকরা।
তিনি বলেন, খুব শিগগির আপনাদের কাছে প্রধানমন্ত্রীর দেয়া সহযোগিতা পৌঁছে যাবে। সরকারের পক্ষ থেকে সব সময় শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ, জেলা শাখার সভাপতি রেজাউর রহমান মন্টু, বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল বাকি তালুকদারসহ অন্যান্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এমএনএস)