UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে জামায়াতের আমীরসহ ৫ নেতা-কর্মী গ্রেফতার

pial
মে ২৬, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের অভিযানে জেলা জামায়াতে ইসলামীর আমীরসহ ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। নাশকতার পরিকল্পনা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে বুধবার (২৫ মে) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো জামায়াতে ইসলামির জেলা আমীর মাওলানা মোঃ রেজাউল করিম (৬১) ও জেলা কমিটির সদস্য শেখ মোঃ ইউনুস আলী(৫৩)সহ ৫ জন। এদের কে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া মির্জাপুর মহিলা মাদ্রাসার সামনে থেকে গ্রেফতার করা হয়।

বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বৃহস্পতিবার (২৬ মে) সকালে জানান, নাশকতার পরিকল্পনা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে বুধবার রাতে জামায়াতে ইসলামির জেলা আমীর সহ ৫ জন কে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

(ঊষার আলো-এফএসপি)