বাগেরহাট প্রতিনিধি : শিক্ষা সনদসহ ক্লিনিক পরিচালনা বা চিকিৎসকের কোন বৈধতা না থাকায় বাগেরহাট জেলা শহরের রেল রোড এলাকার কতিথ ডেন্টাল চিকিৎসক আব্দুল হাকিম কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বাগেরহাট কালেক্টরেটের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোঃ আজিজুল কবির ভ্রাম্যমান আদালত নিয়ে শনিবার দুপুরে ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চেম্বারে থাকা কতিথ ডেন্টাল চিকিৎসক আব্দুল হাকিম চিকিৎসক হিসাবে কোন সনদপত্র ও ক্লিনিক পরিচালনার বৈধতা দেখাতে পারে নাই আদালতকে। স্পর্শকাতর দাঁতের চিকিৎসা সম্পুর্ন ভুয়াভাবে করানো অভিযোগ স্বীকার করায় ওই চিকিৎসক কে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্টেট মো. আজিজুল কবির শনিবার বিকেলে জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৪ ধারামোতাবেক তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে অর্থদন্ড দিয়ে কারাদন্ড থেকে পরিত্রান পান ওই চিকিৎসক। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিসহ ক্লিনিক পরিচালনার সকল বৈধতা না পাওয়া পর্যন্ত ক্লিনিকটি বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। অভিযোগ রয়েছে বাগেরহাট পৌর শহরে একাধিক ভুয়া চিকিৎসকের ডেন্টাল ক্লিনিক রয়েছে। আর এদের ভুল চিকিৎসার কারনে ডেন্টাল সার্জনসহ ভাল চিকিৎসকরাও সমালোচনায় পড়েন।