UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে বাড়ীর সামনে থেকে মটরসাইকেল চুরি

pial
নভেম্বর ৯, ২০২২ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা শহরতলীর কাড়াপাড়া মেগনীতলা এলাকায় বাড়ীর সামনে রাস্তা থেকে প্রকাশ্য দিবালোকে একজন উন্নয়নয় কর্মীর মটরসাইকেল চুরি হয়েছে।

মঙ্গলবার বেলা ২ টার দিকে এ চুরির ঘটনায় মটরসাইকেল মালিক মল্লিক স্বদেশ রহমান বাগেরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্বদেশ রহমান মেগনীতলা এলাকার মল্লিক আতিয়ার রহমানের ছেলে এবং বেসরকারী একটি সংস্থার উন্নয়ন কর্মী।

ক্ষতিগ্রস্থ মল্লিক স্বদেশ রহমান বুধবার সকালে এ প্রতিবেদক কে জানান, বাড়ীর পাশে রাস্তা নির্মানের কাজ চলমান থাকায় তার ব্যবহ্নত ১৫০ সিসি সবুজ রংয়ের পালসার মটরসাইকেলটি মেইন রাস্তার পাশে রেখে বাড়ীর ভিতরে প্রবেশ করে প্রয়োজনীয় কাজ শেষ করে দ্রুত বের দেখেন মটরসাইকেলটি যথাস্থানে নাই। অনেক খোজাখুজির পর না পেয়ে ধারনা করা হয় মটরসাইকেলটি চুরি হয়ে গেছে।
কারন বাগেরহাটে প্রায়ই মটরসাইকেল চুরি হচ্ছে। মটরসাইকেল চুরির বিষয়ে বাগেরহাট সদর মডেল থানায় লিখিতভাবে অভিযোগ দেয়া হয়েছে। থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, মটরসাইকেল খোয়া যাওয়ার ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। বিষয়টি পুলিশ আন্তরিকভাবে দেখছে।

(ঊষার আলো-এফএসপি)