বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জোকা নামক এলাকায় বৃহস্পতিবার সকালে একটি পরিবহন বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষ হয়েছে। এতে রুস্তুম সিকদার (৬৫) নামের একজন ইজিবাইক যাত্রী নিহত এবং নিহতের স্ত্রী ফিরোজা বেগম(৬০) ও ইজিবাইক চালক রানা(৩০) মারাত্বক আহত হয়েছেন। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।
নিহত রুস্তুম সিকদার মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালি গ্রামের মৃত চান্দু সিকদারের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন ইজিবাইক চালক রানা জানান, সে বাগেরহাট থেকে স্বামী-স্ত্রী ওই যাত্রী নিয়ে মোড়েলগঞ্জ চিংড়েখালি যাওয়ার পথে দৈবজ্ঞ্যহাটি জোকা নামক এলাকায় বিপরিত দিক থেকে আসা খুলনাগামি ইমা পরিবহন বাসের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রী রুস্তুম সিকদার ঘটনাস্থলে নিহত হন। মোড়েলগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে। বাসটি আটক করা হয়েছে। চালক-হেলপার পালিয়ে গেছে। আর নিহত ব্যাক্তির ও দুঘর্টনার বিষয়টি হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে বলেও জানান তিনি।
(ঊষার আলো-আরএম)