UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ব্র্যাকের নারী দিবস পালিত

usharalodesk
মার্চ ৯, ২০২১ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক নানা কর্মসুচি দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করেছে। কর্মসুচির মধ্যে ছিল ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে সোমবার বিকালে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্য্যলয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের উপ-পরিচালক (অ,দা) মনোয়ারা খানম। ব্র্যাক জেলা সমন্বয়কারি আলমাছুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভায় সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কর্মসূচি সংগঠক মিঠুন কুমার দত্ত এর সঞ্চালনায় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, নারী নেতৃবৃন্দ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীবৃন্দ ও পল্লী সমাজের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। পল্লী সমাজের সদস্যদের মধ্যে থেকে ১০ জন সদস্য নেতৃত্বে নারীর সমান অংশগ্রহণ বিষয়ে ক্যানভাসে ছবি আঁকেন। অনুষ্ঠান শেষে ছবি আঁকায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়। এ সময় ব্র্যাকের সিনিয়র জেলা ব্যবস্থাপক পলাশ হালদারসহ মিনতি অধিকারি, আব্দুর রহিম মিয়া ইদ্রিস আলী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-আরএম)