UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে মাদ্রাসার দপ্তরিকে কুপিয়ে হত্যার চেষ্টা

koushikkln
এপ্রিল ৮, ২০২১ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালি এবিগজালিয়া বাজার এলাকায় শাহাজান তালুকদার (৫৮) নামের একজন মাদ্রাসা দপ্তরিকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকালে এ ঘটনার পর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। একই এলাকার মৃত মোশারেফ হোসেন তালুকদারের ছেলে চিহ্নিত সন্ত্রাসি আবুল হাসান ও ইজাবুল তালুকদারসহ ৫/৬জন সন্ত্রাসি ধারালো অস্ত্র নিয়ে পুর্ব-শত্রুতার জের ধরে এ হামলা চালায়। আহত শাহাজান তালুকদার এবি গজালিয়া গ্রামের মৃত হাসেন তালুকদারের ছেলে এবং স্থানীয় দাখিল মাদ্রসার দপ্তরি। তার ছেলে ফরহাদ তালুকদার জানান, পুর্ব-শত্রুতার জের ধরে আবুল হাসান ও ইজাবুল তাদের সহযোগিদের নিয়ে বৃহস্পতিবার সকালে বাড়ীর পাশেই হামলা করে। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমার পিতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় আমি ও আমার মা ঠেকাতে গেলে আমাদেরও মারপিট করে। সন্ত্রাসীরা আমার পিতার মাথায়, কোমরে ও হাটুতে একাধিক কোপ দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে ভর্ত্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক। উপজেলার পুটিখালি ইউনিয়নের এবি গজালিয়া এলাকার এ ঘটনার বিষয়ে মোড়েলগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে জানান, ঘটনার খবর পেয়ে ওখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। আহত দপ্তরি শাহাজান তালুকদার কে বাগেরহাট সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। আর এ ঘটনার বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে