UsharAlo logo
বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বাগেরহাটে মুক্তিপণ আদায়কালে প্রেমিকাসহ ৪ জন গ্রেফতার

usharalodesk
মার্চ ২৮, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট : বাগেরহাটের মোল্লাহাটে বরিশালের এক যুবক কে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপন আদায়ের চেষ্টাকালে নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আটকৃতরা হল পার্শ্ববর্তি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নাসির সিকদারের ছেলে কাদের সিকদার (২১), বাশার বিশ্বাসের মেয়ে মাকসুদা আক্তার নিলা (২১), আকরাম সেখের ছেলে খালিদ সেখ (১৯) ও জুয়েল ফকিরের ছেলে সাজ্জাদ ফকির (১৬)।

বিলম্বে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোল্লাহাট উপজেলার কামারগ্রাম এলাকা হতে গত সোমবার (২৭ মার্চ) ভোররাতে মোল্লাহাট থানা পুলিশ ভিকটিম যুবক রাকিব ওরফে রাশেদ(২৩) কে উদ্ধার ও মুক্তিপণ আদায়ে জড়িত ওই ৪ জনকে হাতে-নাতে গ্রেফতার করে।

ভিকটিম রাকিব ওরফে রাশেদ বরিশাল জেলা সদরের চরকানম গ্রামের আসলাম হাওলাদারের ছেলে।

ঘটনাসুত্রে প্রকাশ, রাকিব ওরফে রাশেদ এবং মাকসুদা আক্তার নীলার মধ্যে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে নীলার আহবানে রাশেদ গত ২৫ মার্চ ঢাকা থেকে গোপালগঞ্জ ঘোনা এলাকায় আসে। সেখান থেকে একটি ইজিবাইকযোগে নীলা ও গ্রেফতার বাকী ৩ জন মোল্লাহাট কামারগ্রামে আত্মীয় বাড়ির কথা বলে আসে। এখানে অবস্থান নিয়ে আসামিরা যোগসাজসে ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপন দাবিতে রাশেদকে আটকিয়ে রাখা হয়। রাশেদের পরিবারের কাছে এ টাকা দাবি করলে তার পরিবার থেকে মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতা চাইলে মোবাইল ফোনের সূত্র ধরে মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারক প্রেমিকাসহ ৪ জনকে গ্রেফতার করে।

মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ মঙ্গলবার (২৮ মার্চ) সকালে এ প্রতিবেদককে বলেন, ভিকটিমকে উদ্ধার ও মুক্তিপন আদায়কারী ৪ জনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা রেকর্ডসহ আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।