UsharAlo logo
রবিবার, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে যশোর আর আর এফের কর্মশালা উন্নত মানের খাবার ও সম্মানী প্রদান

pial
ডিসেম্বর ১১, ২০২২ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : নারী ও শিশুর প্রতি সহিংসতার কারন ও প্রতিকার বিষয়ে করনীয় বিষয়ে যশোরের বেসরকারী সংস্থা আর আর এফ বাগেরহাটে সাংবাদিক ও কতিপয় এনজিও সমন্বয়ে এক কর্মশালা করেছে।

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাগেরহাট শহরতলীর একটি আভিযাত রেষ্টুরেন্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগহনকারীদের ৬ টি গ্রুফে বিভক্ত করে নারী ও শিশুর প্রতি সহিংসতা কেন হয় এবং এর প্রতিকার বিষয়ে লিখিত পরামর্শ গ্রহন করা হয়। যা নিয়ে ব্যপক আলোচনাও করা হয়। কর্মশালা শেষে অংশগ্রহনকারীদের ৪৯০ টাকা করে সম্মানী ও এক প্যাকেট উন্নত খাবার পরিবেশন করা হয়।

এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ মোহিতুল ইসলাম পল্টন। কর্মশালার উদ্দেশ্য ও প্রকল্প কাজ নিয়ে প্রাথমিক ধারনা দেন দেন সংস্থার প্রোগ্রাম কর্মকর্তা নারগিস আক্তার প্রিয়া।#

(ঊষার আলো-এফএসপি)