UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে রোভিং সেমিনার অনুষ্ঠিত

pial
জুন ৮, ২০২২ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান (বাগেরহাট) : কৃষি আবহাওয়া তথ্য উন্নতি প্রকল্পের আওতায় বাগেরহাটে রোভিং সেমিনার করা হয়েছে।

বুধবার (৮ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের (খামারবাড়ী) উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কৃষি অধিদপ্তরের উর্ব্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ জাহিদুল ইসলাম। সদর উপজেলার সকল ইউনিয়নের কৃষক প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কৃষিকেই বেশী গুরুত্ব দিয়েছে। কৃষি উন্নয়নে গবেষনার পাশাপাশি বিভিন্ন প্রকল্প দিয়ে কৃষকদের সচল রাখছে। যাতে কৃষি উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। কোন ভাবেই আমাদের খাদ্য ঘাটতি না পড়ে । ২০২১-২২ অর্থ বছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরন প্রকল্পের আওতায় কৃষি প্রশিক্ষনের সাথে এ রোভিং সেমিনার করা হচ্ছে। কারন জলবায়ু পরিবর্তন জনিত সমস্যায় কৃষি উৎপাদনে কৃষকদের নিয়মিত আবহাওয়া তথ্য জানতে হবে। যারা নিয়মত আবহাওয়া তথ্য বিষয়ে বেশী সচেতন হবেন তারাই কৃষি উৎপাদনে বেশী লাভবান হবেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলাতানার সভাপতিত্বে এ সেমিনারে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোৎ মেহেদী হাসান, নুরে জান্নাত ও উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সিকদার সরোয়ার আলম বক্তব্য রাখেন।

(ঊষার আলো-এফএসপি)