ঊষার আলো ডেস্ক : র্যাব-৬ বাগেরহাটের মোংলা থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি খুলনার কয়রা উপজেলার কালিকাপুর গ্রামের জিএম আ: রশিদের পুত্র মো: আশিকুজ্জামান তুফান।
র্যাব-৬ এর স্পেশাল কোম্পানী গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, বৃহস্পতিবার (১৮ মার্চ) আনুমানিক রাত ২টা ২৫ মিনিটে বাগেরহাট জেলার রামপাল থানার ইসলামাবাদ গ্রামের ইউসুফ আলী শেখ এর বাড়ির সামনে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের ডিএডি শামীম আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তুফানকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
(ঊষার আলো-এমএনএস)