বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ব্যাপক আয়োজনে শ্রমিক সমাবেশ করা হয়েছে। বুধবার বিকেলে জেলা শহরের পুরাতন রেল বোডস্থ আওয়ামী লীগ কার্য্যলয় সম্মুখস্থ চত্বরে এ শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোারেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণাঞ্চলের গন মানুষের দাবী স্বপ্নের পদ্মা সেতু নির্মানসহ সারাদেশের ন্যায় বাগেরহাট জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। রামপালে তাপ-বিদ্যুৎ কেন্দ্র, খুলনা-মোংলা রেল লাইন নির্মানসহ দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলার উন্নয়নে নজির সৃষ্টি হয়েছে। স্বাধীনতা পরবর্ত্তি সময়ে এত বেশী উন্নয়ন আর কোন সরকার করতে পারেনি। বিএনপি-জামায়াত জোট সরকার সময়ে মোংলা বন্দর লোকসানে পরিনত হয়েছিল।
তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠনে শ্রমিক লীগসহ সকল সহযোগি সংগঠনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে ষড়যন্ত্রকারীরা কোন ধরনের সুযোগ না পায়। এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সম্মানিত অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারন সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জেলা আওয়ামী লীগ সদস্য বাগেরহাটে আওয়ামী লীগের আগামী দিনের কান্ডারী এইচএম বদিউজ্জামান সোহাগ, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, প্রমুখ। জনপ্রিয় নেতা বদিউজ্জামান সোহাগের আহবানে জেলার মোড়েলগঞ্জ ও শরনখোলা উপজেলা থেকে শ্রমিক লীগের এ সমাবেশে বড় ধরনের জমায়েত দেয়া হয়। সমাবেশ সভাপতিত্ব করেন শ্রমিক লীগের জেলা সভাপতি শেখ রেজাউর রহমান মন্টু। সমাবেশের আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শহরে একটি আনন্দ র্যালী করা হয়।
(ঊষার আলো-এফএসপি)