UsharAlo logo
বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে সুর্যের হাসি ক্লিনিকের বিনামুল্যে চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা

pial
নভেম্বর ২৬, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বেসরকারী সংস্থা সুর্যের হাসি ক্লিনিকের আয়োজনে বাগেরহাটে ফ্রি-মেডিকেল ক্যাম্প কর্মসুচী করা হয়েছে। জেলা শহরের পুরাতন কোট এলাকার নিক্সন মার্কেটের দ্বিতীয় তলায় শনিবার বেলা ১১ টায় সুর্যের হাসি ক্লিনিক অভ্যান্তরে বিনা মুল্যের এ চিকিকসা সেবা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা।

এ সময় উপস্থিত ছিলেন গাইনী বিশেষজ্ঞ ডা. জেসমিন সুলতানা ডলি, ক্লিনিক ম্যানেজার আফসানা খাতুন, ডাঃ উমা মিত্র, ডাঃ শায়লা আক্তার, রিফাত আরা শিলা ও সাংবাদিক আজাদুল হক। ক্লিনিক ম্যানেজার আফসানা খাতুন বলেন, মা ও শিশু রোগীদের কে আমরা চিকিৎসা প্রদান এবং বিনামুল্যে ওষুধ দেযা হয়। একদিনে ১৫০ জন রোগীকে চিকিসা দেয়া হয়েছে। গাইনী বিশেষজ্ঞসহ ৪ জন চিকিৎসক পৃথকভাবে চিকিৎসা সেবা প্রদান করেন।

(ঊষার আলো-এফএসপি)