UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে সূর্যমুখী চাষে কৃষি অফিসের আয়োজনে মাঠ দিবস

pial
মে ২৮, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান (বাগেরহাট) : তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রযুক্তি গ্রামে প্রদর্শনীর মাধ্যমে হাইসান-৩৩ জাতের সূর্য্যমুখী চাষের উপর এক মাঠ দিবস করা হয়েছে।

বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদরের বেমরতা ফতেপুর কালিপাড়া মোড় এলাকায় বৃহস্পতিবার বিকেলে এ কৃষক মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তর (খামার বাড়ীর) উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান। স্থানীয় বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগরের সভাপতিত্বে মাঠ দিবসের তাৎপর্য ব্যাখা করে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের খুলনা অ লের মনিটরিং অফিসার এ এইচ এম জাহাঙ্গীর আলম। এছাড়া সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদিয়া সুলতানা, কৃষি অফিসার মেহদেী হাসান ও উদ্ভিধ সংরক্ষন অফিসার সিকদার সরোয়ার আলম প্রমুখ।

(ঊষার আলো-এফএসপি)