UsharAlo logo
বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত

ঊষার আলো
মার্চ ২৬, ২০২১ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। কর্মসুচির মধ্যে শুক্রবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা হয়। সকাল সাড়ে ৬টায় শহরের দশানী এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয় জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে হাসপাতাল, জেলা কারাগার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া সন্ধ্যায় আতশবাজি প্রদর্শন ও ফানুস উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন। অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক, পুলিশ সুপার কে এম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহীনুজ্জামান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবপ্রসাদ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন ও বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দীন হায়দার উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এমএনএস)