UsharAlo logo
বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে ২৪ ঘন্টায় আরও ৬০ জন আক্রান্ত, মৃত্যু-৩

ঊষার আলো
জুন ২৩, ২০২১ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : মহামারি করেনা ভাইরাসে বাগেরহাটে গত ২৪ ঘন্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। ১৩৬টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৬০ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা ভাইরাস সংক্রমণে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ২ হাজার ৭৪৫ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৮৪৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭০ জন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জনের কার্যালয়। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বুধবার সকালে বলেন, বাগেরহাট জেলায় গত ২৪ ঘটনায় ১৩৬ জনের নমুনা পরিক্ষা করায় ৬০ জন করোনা পজেটিভ হিসাবে সনাক্ত হয়েছেন। আর এ সময়ে রামপাল, মোংলা ও মোড়েলগঞ্জ উপজেলায় মোট ৩ জন মারা গেছেন। সদর ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ১৯ জন করোনা রোগি ভর্ত্তি আছেন।

(ঊষার আলো-আরএম)