UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে ২৪ ঘন্টায় করোনায় আরও আক্রান্ত ৯৩, মৃত্যু-৩

usharalodesk
জুলাই ২৬, ২০২১ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : করোনা মহামারিতে বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৯৩ জন করোনা পজেটিভ হয়েছেন। রবিবার সকাল থেকে সোমবার(২৬জুলাই) সকাল পর্যন্ত বিভিন্ন ল্যাবে মোট ৩৯৭ জনের নুমনা পরিক্ষা করা হয়েছে।

নতুন করে আরো ৯৩ জনের করোনা পজেটিভ হয়েছে। এ সময়ে মারা গেছেন আরো ৩ জন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৫ হাজার ৬৪৮ জন। আর করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে জেলায় মোট মারা গেলেন ১১৭ জন। সোমবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়। জেলার শরনখোলা উপজেলায় আব্দুল মজিদ নামের এক ব্যাক্তিশনিবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তাকে রবিবার এলাকার একটি স্বেচ্ছাসেবক দল বিশেষ ব্যবস্থায় গোসল ও দাফন করায়।

বাগেরহাট সিভিল সার্জন ডাঃ কেএম হুমায়ুন কবির সকালে এ প্রতিবেদক কে বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় ৩৯৭ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এতে ৯৩ জন করোনা পজেটিভ হিসাবে সনাক্ত হয়েছেন। এদিন সনাক্তের হার ২৩.৪২ শতাংশ। আর মারা গেছেন ৩ জন। সোমবার সকাল পর্যন্ত ৫০ শয্যার বাগেরহাট সদর ডেডিকেটেড হাসপাতালে ৪২ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।

(ঊষার আলো-আরএম)