ঊষার আলো প্রতিবেদক : বাগেরহাট থেকে প্রায় ৫ লক্ষ টাকার অবৈধ চিংড়ির রেণু পোনাসহ একজনকে আটক করেছে র্যাব-৬। ১২ জুলাই বিকেল ৫টা ১০ মিনিটে ফকিরহাট নওপাড়া পেট্রোল পাম্পের সামনে এঅভিযান চালানো হয়। পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রেণুপোনা গুলো ভৈরব নদীতে অবমুক্ত করা হয় এবং অপরাধীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় (যার মোবাইল কোট মামলা নং-৮৮/২০২১, তারিখ- ১২/০৭/২০২১)।
র্যাব সূত্র জানায়, ১২ জুলাই বিকেলে র্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি বিশেষ আভিযানিক দল জানতে পারে যে, কক্সবাজার থেকে অবৈধভাবে বিভিন্ন নদী ও সমুদ্র হতে আহরিত চিংড়ির রেণু পোনা বহন করে একটি ট্রাক খুলনার উদ্দেশ্যে রওনা করছে। এরপর আভিযানিক দলটি বাগেরহাট ফকিরহাট থানাধীন নওপাড়া পেট্রোল পাম্পের সামনে চেক পোষ্ট পরিচালনা করে উক্ত চিংড়ির রেনু পোনার মালিক টিপু মল্লিককে রেণু পোনাসহ ১টি ট্রাক আটক করেন। এ সময় উপস্থিত সাক্ষিদের সামনে টিপুর হেফাজতে থাকা প্রায় ৫ লক্ষ টাকার চিংড়ির রেণু পোনাসহ একটি ট্রাক উদ্ধার পূর্বক জব্দ করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধীকে জরিমানা করা হয়।
(ঊষার আলো-আরএম)