বাগেরহাট প্রতিনিধি : বিশ্ব মহামারি করোনা ভাইরাসে বাগেরহাট জেলায় গেল ২৪ ঘন্টায় আরো ৭২ জন সংক্রমিত হয়েছেন। আর ৪৮ ঘন্টায় মারা গেছেন আরো ৪ জন। বৃহস্পতিবার সারাদিনের ১৫৭ জনের নমুনা পরিক্ষায় এ ৭২ জন পজেটিভ হয়েছেন। যার শতকরা হার ৪৬%। এদিকে গত এক সপ্তাহ ধরে বাগেরহাট জেলায় করোনা সংক্রমিত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে কঠোর বিধি নিষেধ জারি করেছে। যা চলবে আগামি ৩০ জুন মধ্যরাত পর্যন্ত। বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ কে এম হুমায়ুন কবির শুক্রবার সকালে জানান, বৃহস্পতিবারে ১৫৬ জনের নমুনা পরিক্ষায় ৭২ জন করোনা পজেটিভ হয়েছে। এনিয়ে জেলায় প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে মোট সংক্রমিত হলেন ২ হাজার ৮৫০ জন। আর মোট মৃত্যু হয়েছে ৭৪ জনের। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ২ হাজার ৩৮ জন। অপরদিকে, বাগেরহাটের সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় গত ২৪ ঘন্টায় ৩১ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। সেখানে সংক্রমণের হার ৬৪ দশমিক ৫১ শতাংশ। যা এর আগের ২৪ ঘন্টার তুলনায় ৪২ শতাংশ বেশি । উল্লেখ্য, বৃহষ্পতিবার সকাল ৬ টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত জেলা প্রশাসনের দেয়া কঠোর বিধি-নিষেধ কার্য্যকর করতে শুক্রবারও সকাল থেকে ভ্রাম্যমান আদালত, পুলিশের একাধিক টহল টিম ও গুরুত্বপূর্ন পয়েন্টে চেক পোষ্ট বসানো হয়েছে।
(ঊষার আলো-আরএম)