বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্তি উপ-মহা পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সকল কে স্বাস্থ্য বিধি মানতে হবে। তাই বাংলাদেশ পুলিশ সারাদেশের জনবহুল পয়েন্টে রবিবার বিনামুল্যে মাস্ক বিতারন করছে। পাশাপাশি স্বাস্থ্য বিধি মানতে জনসচেতনতার কাজ করছে। এ বিষয়ে কোন আইন প্রয়োগ করছে না। বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে রবিবার(২১ মার্চ) দুপুরে কেন্দ্রীয় বাসটার্মিনালে মাস্ক বিতারন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, পুলিশ আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি মহামারি করোনা থেকে জনগন কে রক্ষা করতে সরকারের দেয়া স্বাস্থ্য বিধি বিষয়ে জন মানুষকে সচেতন করতে বাস-টার্মিনাল, হাট-বাজারসহ জনবহুল এলাকায় আনুষ্ঠানিকভাবে মাস্ক বিতারন করছে। এসময় বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহামুদ, মোঃ মিজানুর রহমান, বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম, ট্রাফিক পুলিশের পরিদর্শক মামুন ও মোঃ ফারুক এবং বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বাকী তালুকদারসহ বাগেরহাট পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ঊষার আলো-আরএম)