বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার রানার বাস ভবনে গোয়েন্দা পুলিশ রবিবার বিকেলে অভিযান চালিয়েছে।
অভিযানে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আবুল কাশেম সেলিম ভুইয়াসহ ৬জন জুয়াড়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
এ সময় জুয়া খেলার সরজ্ঞাম ও নগদ ১ লাখ ৮৩ হাজার টাকা জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃত জুয়াড়ীরা হলো বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুর রব ভুইয়ার ছেলে আবুল কাশেম সেলিম (৫০), মোংলার আলমতী এলাকার অলিক গোলদার (৩২), কচুয়া উপজেলার ধোপাখালী এলাকার লিপন সেখ (৪৫), মোংলা জয়মনি এলাকার আলম ফকির (৪০), রামপাল বাশতলী এলাকার ইমরান সেখ (৩০) ও বাগেরহাট সোনাতলা এলাকার ইরাদ হোসেন (৫২)।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক মোঃ আশরাফ জানান, আইন পেশার আড়ালে ইফতেখার রানা শহরের খারদ্বার এলাকায় তার বাসভবনে জুয়ার ব্যবসা পরিচালনা করছে এমন গোঁপন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি সুরেশ হাওলাদারের নেতৃত্বে রবিবার বিকেলে অভিযান চালানো হয়। অভিযানে নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জন জুয়াড়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের পরিদর্শক তারিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
(ঊষার আলো-এফএসপি)