বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট শহরের বড় বাজারের পেয়াজ পট্টির একটি চানাচুর কারখানায় আগুন লেগে জ¦ালানির ঘরে থাকা আজিম শেখ (১৬) অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে শহরের পেয়াজপট্টি এলাকায় রমেশ সাহার মালিকানাধীন সুমন বেকারির জ¦ালানির ঘরে অগ্নিকান্ডে ওই শিশু শ্রমিকের মৃত্যু হয়। অগ্নিকান্ডে সুমন বেকারির বিপুল পরিমান জ¦ালানি পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া শিশু আজিমের বিস্তারিত পরিচয় এখানের পুলিশ জানাতে পারেনি। মালিক পক্ষের বরাত দিয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাগেরহাট শহরের কচুয়াপট্টি এলাকায় রমেশ সাহার মালিকানাধীন সুমন বেকারি নামের চানাচুর কারখানার দোতলার টিনশেড ঘরে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেহিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ স্থানীয় লোকজন এসে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর পর কারখানার মধ্য থেকে আজিম নামে এক কর্মচারির অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। শনিবার রাতে খাবার খেয়ে আজিম নামে কর্মচারি কারখানার জ¦ালানি রাখার ঘরে ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর সে আর ওই ঘর থেকে বের হতে না পারায় অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশু শ্রমিক আজিম বাগেরহাট সদর উপজেলার কোন্ডলা গ্রামের এমদাদ সরদারের ছেলে। তবে শিশুটি আগুনে পুড়ে চেহারা বিকৃত হওয়ায় পরিচয় নিশ্চিত করতে এখন ডিএনএ পরিক্ষা করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান সিরাজ বলেন, শহরের একটি কারখানায় আগুন লাগার খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে সেখানে যাই। সেখানে যাওয়ার পর পানি ছিটিয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টায় বেকারির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কারখানার দোতলার টিনশেডের ওই ঘরে বিপুল পরিমান তুষকাঠ ও কাঠের গুড়ি রাখা ছিল। ওই জ¦ালানি সব পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। ওই জ¦ালানি রাখার ঘরে একটি বৈদ্যুতিক মটর রয়েছে। ওই মটরের বৈদ্যুতিক সটসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ সময় আগুনে কেহ দগ্ধ হয়েছে তা জানা যায়নি।
(ঊষার আলো-আরএম)