ঊষার আলো ডেস্ক : ভারতের তৈরি সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত দ্বিতীয় করোনার ভ্যাকসিন সেপ্টেম্বরে বাজারে আসছে।
২৭ মার্চ শনিবার প্রতিষ্ঠানটির সিইও আদার পুনাওয়ালা টুইটারে এ ঘোষণা দিয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যেই কোভ্যাক্স নামের ভ্যাকসিনটি ভারতে ট্রায়াল শুরু করেছে।
সেরাম দাবি করেছে, করোনার ব্রিটিশ ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াই করতে ৮৯ শতাংশ কার্যকর ভ্যাকসিনটি। শিগগিরই দেশটির ৯১টি জায়গায় ১ হাজারের বেশি স্বেচ্ছাসেবকের দেহে প্রয়োগ করা হবে।
(ঊষার আলো- এম.এইচ)