UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাফুফে নির্বাচনে ৪৬ প্রার্থী, সিনিয়র সহসভাপতি নির্বাচিত ইমরুল

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ২০, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা ৪৬ জন। তবে নির্বাচনের আগে ৪ জন প্রার্থী তাদের নাম প্রত্যাহার করেছেন।

নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান। এদিকে, তরফ রুহুল আমিন তার নাম প্রত্যাহার করেছেন। সহ-সভাপতি পদে ৬ জন প্রার্থী এবং সদস্য পদে ৩৭ জন প্রার্থী লড়াই করবেন।

সভাপতি পদে দুজন প্রার্থী রয়েছেন, তাবিথ আউয়াল এবং মিজানুর রহমান। নির্বাচনে মোট ২০টি পদের জন্য ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, যা দেশের ফুটবলের ভবিষ্যৎকে প্রভাবিত করবে বলছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।