UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মিতু হত্যায় স্বামী বাবুল আক্তার ৫ দিনের রিমান্ডে

usharalodesk
মে ১২, ২০২১ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চট্টগ্রামে মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় দায়ের করা হত‌্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এ আদেশ দেন। বাবুল আক্তারকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও মিতু হত্যায় বাবুল আক্তারের দায়েরকৃত মামলার ফাইনাল রিপোর্টও আদালতে দাখিল করা হয়।

আজ দুপুরে বাবুল আক্তারকে প্রধান আসামি করে মিতুর বাবা মোশাররফ হোসেন বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এই হত্যাকাণ্ডে বাবুলের সম্পৃক্ততা পাওয়ার কথা জানানোর পর মিতুর বাবা এ মামলা দায়ের করেন।

মিতুর বাবা সাংবাদিকদের জানান, ‘বাবুল এ হত‌্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। খুনের মোটিভ হলো কক্সবাজারে থাকতে গায়েত্রী নামে এক নারীর সাথে পরকীয়ার প্রেমে জড়িয়ে পড়েন বাবুল। এ নিয়ে পারিবারিক ঝগড়া হয়। এ কারণেই অন‌্য আসামিদের সহযোগিতায় মিতুকে হত‌্যা করা হয়।’

(ঊষার আলো-আরএম)