UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বায়তুল মোকাররমে হবে ঈদের ৫ জামাত, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ঊষার আলো
মে ১৩, ২০২১ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : আগামীকাল ১৪ মে শুক্রবার মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে এবারো জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে ৫ টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদ জামাতের জন্য মসজিদটিতে মূল প্রস্তুতি এরইমধ্যে শেষ হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
আজ ১৩ মে বৃহস্পতিবার সকালে জাতীয় মসজিদে গিয়ে দেখা যায়, মসজিদে ধোয়া-মোছার কাজ চলছে। এ কাজে অংশ নিয়েছে মসজিদের খাদেমরা। তাঁরা কেউ ঝাড়ু দিচ্ছে, কেউ পানি ছিটাচ্ছে আবার কেউ মেশিন দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে।
মসজিদের প্রধান খাদেম মো. শহিদ উল্যাহ বলেছেন, গতকাল চাঁদ দেখা গেলে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতো। এই বিষয়টি মাথায় রেখেই সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। মসজিদের ৭তলা থেকে শুরু করে নিচ তলা পর্যন্ত জীবাণুনাশক দেওয়া হয়েছে। তিনি বলেন, গতকালকেই বড় ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আজ আবারো ধোয়া-মোছার কাজ করা হচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানাযায়, এবারো বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ৫টি ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত সকাল ৭টায়। দ্বিতীয়টি সকাল ৮টায়, তৃতীয়টি সকাল ৯টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম বা শেষ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী, মুসল্লিরা সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করবে। একটি কাতার বাদ দিয়ে অন্য কাতারে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। মসজিদের প্রবেশ পথে হ্যান্ড সানিটাইজার থাকবে। অজুখানায় পর্যাপ্ত পানি ও সাবান রাখা হবে। মুসল্লিদের আহ্বান জানানো হচ্ছে তাঁরা যেন সামাজিক দূরত্ব বজায় রাখে এবং মাস্ক পরে মসজিদে প্রবেশ করে।

(ঊষার আলো- এম.এইচ)