UsharAlo logo
রবিবার, ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বিআরটি প্রকল্পের উদ্বোধন আজ

ঊষার আলো
ডিসেম্বর ১৫, ২০২৪ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  একদিন এগিয়ে আজ রোববার বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উদ্বোধন করতে যাচ্ছে সরকার। সম্প্রতি সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব প্রকল্প পরিদর্শন করে বিজয় দিবসে প্রকল্পের উদ্বোধনের কথা জানান।

গাজীপুরের শিববাড়ী বিআরটিসি লেনে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের এই প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে।

সড়ক পরিবহণ ও সেতু বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ১০টি বিআরটিসি এসি বাস গাজীপুরের শিববাড়ী বিআরটি টার্মিনাল থেকে বিআরটি লেনে এয়ারপোর্ট পর্যন্ত ২০.৫ কিলোমিটার এবং এয়ারপোর্ট থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটারে ৪২.৫ কিলোমিটার পথ চলাচল করবে।

শিববাড়ী থেকে এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া ৭০ টাকা এবং শিববাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যাত্রী চাহিদা এবং স্টেশনসমূহ সম্পূর্ণ প্রস্তুত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা পরে বৃদ্ধি করা হবে। এছাড়া বিআরটি করিডরে বিআরটিসির এসি বাস সেবা প্রদানের ক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।

বিআরটি বাসের যে ভাড়া নির্ধারণ করেছে তা অনেকাংশে বেশি বলে মনে করছেন ভুক্তভোগীরা।

বিআরটির নির্ধারিত ভাড়া তালিকায় বলা হয়েছে-গাজীপুর নগরীর শিববাড়ী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ২০ টাকা, বোর্ডবাজার ৩৫ টাকা, টঙ্গীর কলেজ গেট ৫০ টাকা এবং বিমানবন্দর ৭০ টাকা। ফিরতি পথে বিমানবন্দর থেকে কলেজ গেট ২৫ টাকা, বোর্ডবাজার ৪০ টাকা, চৌরাস্তা ৫৫ টাকা এবং শিববাড়ী ৭০ টাকা।

বিআরটি প্রকল্পের রুট হলো-বিমানবন্দর টার্মিনাল, জসিম উদ্দিন সরণি, আজমপুর, হাউস বিল্ডিং, আব্দুল­াহপুর, টঙ্গী ব্রিজ, স্টেশন রোড, মিলগেট, চেরাগ আলী মার্কেট, টঙ্গী কলেজ, হোসেন মার্কেট (এরশাদ নগর), গাজীপুরা, তারগাছ, বড়বাড়ী বাজার, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বোর্ডবাজার, হাজীর পুকুর, মালেকের বাড়ী, ভোগরা দক্ষিণ, ভোগরা উত্তর, চৌরাস্তা, বিআরটিসি ডিপো, আড়ং মিল্ক ফ্যাক্টরি, কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং গাজীপুর টার্মিনাল।

ঊষার আলো-এসএ