UsharAlo logo
রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা পরিচয়ে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল

ঊষার আলো প্রতিবেদক
মে ৩, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি নেতা পরিচয়ে পানি উন্নয়ন বোর্ডের জমি ভরাট করে অবৈধ দখলে নিয়েছে কৈয়া বাজার এলাকার একটি চক্র। পানি উন্নয়বোর্ডের নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলছে তাদের দখল বাণিজ্য। এমনকি অন্যের জমিতে থাকা ঘর ও মালামাল লুট করে নিয়েছে চক্রটি।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানাযায়, হরিণটানা থানাধীন কৈয়া বাজার পানি অফিসের নিকটে পানি উন্নয়ন বোর্ডের ফাঁকা জমিতে পাইলিং করে অবৈধভাবে বালি ভরাট করা হয়েছে। একই এলাকার শেখ মিজান ওরফে নিঝুম (৩৬) ও মিরাজুল ওরফে মিরাজ (৩৫) জায়গাটি তাদের দখলে নিয়েছেন। গত ১মে থেকে তারা ওই স্থানে বালি ভরাট করছেন। ওই দিন পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে তাদের এই কাজে বিরত থাকতে বলেন। কিন্তু তার সেটা অমান্য করে ৩মে শনিবারও সেখানে বালি ভরাট করেন। এমনকি অন্যের জমিতে থাকা ঘর-রান্না ঘর তারা ভাংচুর চালিয়ে ইট ও ঘরে থাকা মালামাল লুট করেছে। এঘটনায় ভুক্তাভোগি জমির মালিক হরিণটানা থানায় একটি জিডি করেছেন (যার নং-১১৪, তারিখঃ ০৩/০৫/২০২৫)।
খোজ নিয়ে আরও জানা যায়, কৈয়া বাজার ও সংশ্লিষ্ট আশপাশ এলাকায় অবৈধ দখল বানিজ্যের সাথে জড়িত নিঝুম ও মিরাজ বিভিন্ন স্থানে বিএনপি নেতা হিসেবে নিজেদের পরিচয় দেন এবং তারা একটি চক্র গড়ে তুলেছেন। চক্রের মূল হোতা তারা দু’জন। চক্রের একাধিক সদস্যরা খাস জমি দখল, মাদক বিক্রিসহ নানা অপরাধে জড়িত। এমনকি ৫ আগস্টের পর বিভিন্ন স্থানে লুটের সাথে জড়িত  চক্রটি।
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা জানান, এবিষয়ে খোঁজ নিতে বলেছি। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ খায়রুল বাশার জানান, ভুক্তভোগী এক জমির মালিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, আমার নাম বা বিএনপি নাম ভাঙ্গিয়ে যে কোন ব্যক্তি অবৈধ কাজের সাথে লিপ্ত হয় তাহলে প্রশাসন তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। কাউকে যেনো ছাড় না দেয়।
ঊআ-বিএস