UsharAlo logo
শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিক্ষোভ দমনে মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর সহিংসতা বাড়ছে : নিহত আরও ৯

usharalodesk
মার্চ ১৯, ২০২১ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: মিয়ানমারে শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ৯ বিক্ষোভকারী নিহত হয়েছে। দেশটিতে নিরাপত্তা বাহিনীর গুলি ও নির্যাতনে এ পর্যন্ত প্রায় ৩শ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। একটি অন্ত্যেষ্টিক্রিয়া সেবা প্রতিষ্ঠানের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছেন।
গত পহেলা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুতের পর মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ একভাবে চলছে। এমনকি বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী প্রতিনিয়তই সহিংসতার মাত্রা বাড়াচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছেন, অংবানের কেন্দ্রীয় শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শুক্রবার (১৯ মার্চ ) নিরাপত্তা বাহিনী প্রথমে টিয়ার গ্যাস ছোড়ে। বিক্ষোভকারীদের দেওয়া ব্যারিকেড সরাতে তারা গুলি ছুড়তে শুরু করে।
নিরাপত্তা বাহিনী ব্যারিকেড অপসারণের জন্য আসলে মানুষ তাদেরকে প্রতিহত করলে গুলি ছোড়ার ঘটনাটি ঘটে। এতে করে, ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নিয়ে আসার পর এগুলিতে আহত আরও এক জনের মৃত্যু হয়েছে।

(ঊষার আলো-আরএম)