UsharAlo logo
মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিজেপি হল বহিরাগত গুন্ডাদের পার্টি: মমতা বন্দ্যোপাধ্যায়

ঊষার আলো
মার্চ ২৫, ২০২১ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) বহিরাগত গুন্ডাদের পার্টি বলে উল্লেখ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, ‘বিজেপি হল বহিরাগত গুন্ডাদের পার্টি। বহিরাগত দুর্যোধনের দল, জঞ্জালের পার্টি, এনপিআরের দল। ১ এপ্রিল তাদের এপ্রিল ফুল করে দেন।’

প্রথম দফা ভোটের আগে বৃহস্পতিবার (২৫ মার্চ) প্রচারের শেষ দিন বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

মমতা আরও বলেন, ‘আমি বিজেপির মতো দাঙ্গাবাজও না, ধান্দাবাজও না। রয়্যাল বেঙ্গল টাইগার কখনো হারতে জানে না। বিজেপিকে ইঁদুরে পরিণত করা হবে। খেলা হবে, জেতা হবে ও দেখা হবে। এমন সময় তিনি ঘোষণা দেন, ‘আরেকটা স্কিম করেছি। ক্লাস টেনে উঠলে ১০ লাক্ষ টাকা করে ক্রেডিট কার্ড পাবেন শিক্ষার্থীরা।’

(ঊষার আলো-এফএসপি)