ঊষার আলো ডেস্ক : এবার মোবাইল ফোনে দেখা যাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। যেকোনো অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনে অ্যাপের মাধ্যমে দেখা যাবে বিটিভির চারটি চ্যানেল। বুধবার (১২ মে) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিটিভির অ্যাপ উদ্বোধন করেন।
অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, “অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মোবাইলে বাংলাদেশ টেলিভিশন দেখার এই সুবিধা দেশের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের জন্য নতুন যুগের সূচনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের আরেকটি গণমুখী দৃষ্টান্ত।”
ড. হাছান মাহমুদ বলেন, রাষ্ট্রায়ত্ত বিটিভির পাশাপাশি বর্তমানে বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি চট্টগ্রাম এবং সংসদ বিটিভি সম্প্রচারে রয়েছে। আগামী দু’বছরের মধ্যে দেশের বাকি ছয়টি বিভাগীয় শহরে বিটিভির আরও ছয়টি কেন্দ্র স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে।
মোবাইলে বিটিভি দেখতে গুগল প্লে স্টোর বা এবং অ্যাপ স্টোর থেকে বিনা মূল্যে অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপের মাধ্যমে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি চট্টগ্রাম এবং সংসদ বাংলাদেশ টেলিভিশন দেখা যাবে।
(ঊষার আলো-এমএনএস)